শিশুদের ওপর নজর রাখতে মার্কিন টেক জায়ান্ট মেটা নিজেদের সকল কোয়েস্ট ভিআর হেডসেটে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ ফিচার যোগ করছে।এতে অভিভাবকরা ডিভাইসে সন্তানের ‘স্ক্রিন টাইম’ যাচাই এবং ভার্চুয়াল প্লাটফর্মে নতুন পণ্য কেনার অনুরোধের সতর্কবার্তা পাবেন।
কোয়েস্ট ভিআর হেডসেটে মেটার নতুন ফিচার নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ভিআর হেডসেটে এই সুবিধা যোগ করার পাশাপাশি ইনস্টাগ্রামের ‘প্যারেন্টাল কন্ট্রোল’ সুবিধাও বাড়িয়েছে মেটা।
এছাড়া, প্রতিষ্ঠানটির নিজস্ব ভিআর প্লাটফর্ম ‘হরাইজন ওয়ার্ল্ডস’-এ নতুন কয়েকটি ফিচার এসেছে। ১৩ বছরের কম বয়সীদের কোয়েস্ট হেডসেট ব্যবহারের অনুমোদন দেয়া হয়নি এবং হরাইজন ওয়ার্ল্ডসেও প্রবেশ করতে পারেননা ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা।
মার্চ মাসে প্রথম উন্মোচিত নতুন এসব অপশন অনেকটা ফোনের ভিআর অ্যাপ্লিকেশনের অপশনের মতোই, যেটি ব্যবহার করতে একজন কিশোরের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্ট যুক্ত থাকতে হয়।
ভিআর হেডসেট ব্যবহারে একইভাবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে অভিভাবকের অ্যাকাউন্টের সংযোগ থাকতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।