বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। তার এবার ওজন বেড়েছে কয়েক কেজি। বিষয়টি নিয়ে স্বামী রণবীর কাপুরও ‘মস্করা’ করতে দ্বিধাবোধ করেননি। ২৯ বছরের বয়সী এ অভিনেত্রীর শরীরে এসেছে হাজারও পরিবর্তন।
সেসব পরিবর্তন তার পোশাকে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছিল। তাকে দেখা গেছে বেশ ঢিলেঢালা পোশাক পরতে। নিজের ওজন আর বেবিবাম্প গোপন রাখার চেষ্টা করতে দেখা গেছে আলিয়াকে। তবে আর কত? মাতৃত্বের দিন এগোতেই সি-থ্রু অর্থাৎ স্বচ্ছ পোশাকে নিজের বেবিবাম্প দেখালেন আলিয়া। হাসিমুখে পোজও দিলেন গতকাল শুক্রবার (২৬ আগস্ট)।
মুখ-চোখে তার আত্মবিশ্বাস। মাতৃত্ব ঘোষণার পর থেকেই কখনো বেলুন টপ আবার কখনো এমন সব পোশাক তিনি বেছে নিয়েছিলেন যাতে বেবিবাম্পের আভাস পাওয়া গেলেও তা দৃষ্টিগোচর ছিল না। এসময় সাধারণত অনেকে মেটারনিটি শুট করে থাকেন। সোনম কাপুরও করিয়েছিলেন কিছুদিন আগেই। কিন্তু আলিয়ার বেলায় সেসবের কেমন যেন বালাই নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।