বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছে এবার টেক প্রতিষ্ঠান অ্যাপলেও। সম্প্রতি এই টেক প্রতিষ্ঠানটি জানায়, গত জুন পর্যন্ত তিন মাস হলো তাদের লাভ নেমেছে ১১ শতাংশে। গত বছরও একই সময়ে চীনের জিরো-কোভিড পলিসির কারণে সাপ্লাই চেইনে সমস্যা হওয়ায় এমনই ঘটেছিল।

অ্যাপল আরও জানিয়েছে, গত বছরের তুলনায় তাদের রাজস্ব দুই শতাংশ বেড়ে ৮৩ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে দেয়া প্রতিবেদন অনুযায়ী, এটিই সবচেয়ে বড় রাজস্ব। সব মিলিয়ে দেখা যাচ্ছে, অ্যাপলের প্রবৃদ্ধি এবছর খুবই ধীর গতিতে হয়েছে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির সিএফও লুকা মায়েস্ত্রি বলেন, ‘আমাদের এবারের ত্রৈমাসিকের ফলাফল থেকে দেখা যায়, এমন একটি চ্যালেঞ্জিং অপারেশনাল এনভায়রনমেন্টের সময়ও ব্যবসা যে সঠিকভাবে চালিয়ে যেতে পেরেছি, এটি তারই একটি প্রমাণ।’ মায়েস্ত্রি আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামী ত্রৈমাসিকে তুলনামূলক ভালো রাজস্ব আসবে।’ তিনি মনে করেন, ব্যাস্টিক অর্থনীতি এবং কোভিড সংক্রান্ত পরিস্থিতিতে তাদের ব্যবসা খুব একটা খারাপ হয়নি। সাপ্লাই সমস্যাও আগের তুলনায় কমে আসতে পারে বলে তিনি জানান।