ভারতের নতুন ভিপিএন আইন করা হয়েছে। এ কারণে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভিপিএন সেবাদাতা ‘এক্সপ্রেসভিপিএন’।
জানা গেছে, ভারতে আগামী ২৭ জুন নতুন ভিপিএন আইন কার্যকর হবে। এর পর ব্যবহারকারীর আসল নাম, চিহ্নিতকরণ ডেটা, ব্যবহারের ধরণ এবং আইপি অ্যাড্রেস সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করতে হবে ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।
এদিকে, এক্সপ্রেসভিপিএন বলছে, ভারতের সরকার ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা কামানোর চেষ্টা করছে। এই কর্মকাণ্ডে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে সেবাটি। ইন্টারনেটে বাকস্বাধীনতা এবং গোপনতার নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা বলেছে এক্সপ্রেসভিপিএন। ব্যবহারকারীদের কেউ ভারতের সার্ভারে সংযোগ পেতে চাইলে ‘সিঙ্গাপুর হয়ে ভারত’ বা ‘যুক্তরাজ্য হয়ে ভারতে’র সার্ভারে যুক্ত হতে পারবেন তারা।
ভিপিএন সেবাদাতার বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, সাম্প্রতিক পদক্ষেপ ব্যবহারকারীদের অভিজ্ঞতায় সার্বিকভাবে খুবই কম প্রভাব পরবে বলে জানিয়েছে এক্সপ্রেসভিপিএন।
ভারতের নতুন আইনটির প্রস্তাব দিয়েছিল দেশটির ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)’। ভারত এই আইনটিকে সাইবার অপরাধ মোকাবেলার কৌশল হিসেবে দেখছে বলে জানিয়েছে টেকরেডার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।