বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় সকলেই নিজেদের ডিভাইসে অজস্র ছবি এবং ভিডিও সঞ্চিত রাখেন।
এছাড়া বহু ইউজার ব্যক্তিগত ডিভাইসে উচ্চ গ্রাফিক্সের গেম খেলতে ভালোবাসেন। কিন্তু এক্ষেত্রে বাদ সাধে স্মার্টফোনের স্টোরেজ ক্ষমতা। সীমিত স্টোরেজের জন্য অনেকেরই নিজস্ব ডিভাইসে অগণিত ছবি, ভিডিও অথবা অ্যাপ্লিকেশন সংগ্রহের ইচ্ছা অপূর্ণ থাকে। কিন্তু ছোট, বড় অবাঞ্ছিত ফাইল, অ্যাপ্লিকেশন ডিলিট করেও অনেক সময় ফোনের স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করা সম্ভব। জানুন কীভাবে ফোনের স্টোরেজ ফাঁকা করবেন।
ফোনের সব অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করুন। গুগল প্লে স্টোর থেকেই এই কাজ করা যাবে। এই জন্য প্লে স্টোর চালু করে your profile > Manage apps & device সিলেক্ট করুন।
এখনকার সব অ্যানড্রয়েড ফোনেই গুগল ফাইলস অ্যাপ থাকে। এই অ্যাপ ব্যবহার করে ফোনের বড় ফাইলগুলো খুঁজে নিতে পারবেন। এই জন্য অ্যাপের লার্জ ফাইলস অপশন সিলেক্ট করুন। এর পরেই ফোনের মধ্যে সব বড় ফাইল দেখিয়ে দেবে এই অ্যাপ। এখানে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করলে একসঙ্গে অনেকটা স্টোরেজ ফাঁকা করতে পারবেন।
ফোনের ডাউনলোড ফোল্ডারে অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে থাকে। যে কোন ফাইল এক্সপ্লোরার ব্যবহার করে ফোনের ডাউনলোড ফোল্ডার ওপেন করে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন।
এছাড়াও ফোনের সব ছবি ও ভিডিও ক্লাউড স্টোরেজে ব্যাক আপ নিয়ে স্টোরেজ ফাঁকা করতে পারবেন। এই জন্য গুগল ফটোস ও অন্যান্য ক্লাউড স্টোরেজ অ্যাপের সাহায্য নিতে পারেন। একবার সব ছবি ও ভিডিও আপলোড হয়ে গেলে তা ফোন থেকে ডিলিট করে দিন।
এসব কিছুর পরেও আরও ফাঁকা স্টোরেজ চাইলে ফোনে ক্যাশ ক্লিয়ার করতে হবে। সব অ্যাপের ক্যাশ ক্লিয়ার করলে স্টোরেজ ফাঁকা হবে। এই জন্য ফোনের Settings ওপেন করে App সিলেক্ট করুন। এর পরে যে অ্যাপের Cache ফাঁকা করতে চান সেই অ্যাপ সিলেক্ট করে Storage > Clear Cache সিলেক্ট করুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।