বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান চালনা করলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আকাশে। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ওয়াশিংটনের গ্র্যান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট মিনিটের সংক্ষিপ্ত যাত্রা করে অ্যালিস নামের এই বিমানটি।
আরো পড়ুন: বাড়ানো হতে পারে অফিস সময়
মুক্তিযোদ্ধা কোটায় চাকরির লোভে স্ত্রীকে ‘বোন’ পরিচয়
করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, উদ্বোধনী ফ্লাইটে কোনো যাত্রী ছিলেন না। ইসরাইলি প্রতিষ্ঠান অ্যাভিয়েশন এয়ারক্রাফ্ট এই প্রযুক্তি নির্মাণ করে। প্রথম উড়ানোর সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ ফুট ওপরে ওঠেছিল এটি। নির্মাতা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট গ্রেগরি ডেভিস এই উড়ানোকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘পঞ্চাশের দশকের পর এই প্রথম বিমানে পুরোপুরি নতুন প্রযুক্তি ব্যবহৃত হলো।’
সংস্থাটি জানায়, বিদ্যুৎচালিত গাড়ি বা মোবাইল ফোনের মতোই মাত্র আধা ঘণ্টায় চার্জ দেয়া যাবে এই বিমানটিতে। ৯ জন যাত্রীকে নিয়ে এটি এক ঘণ্টা আকাশে উড়তে পারবে। গতি হবে ঘণ্টাপ্রতি প্রায় ৪৪০ নটিক্যাল মাইল। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ নটস বা ২৮৭ মাইল গতিবেগে যেতে পারে অ্যালিস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।