গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের দীর্ঘদিনের বন্ধু। বন্ধুত্বের সুবাদে ইলন মাস্ক সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানহানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
ব্রিন টেসলার বিনিয়োগকারী ছিলেন। রোববার (২৪ জুলাই) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে নিকোল শানাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সের্গেই ব্রিন। আদালতের তথ্য অনুযায়ী, দুজনের বিচ্ছেদের কারণ হিসেবে ইলম মাস্কের সঙ্গে প্রেম নিয়ে ‘মনোমালিন্য’-কে উল্লেখ করা হয়েছে। আর ব্রিন এ সম্পর্কের কথা জানার কয়েক সপ্তাহ পরই আদালতে বিচ্ছেদপত্র জমা দেন।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত কয়েক মাস আগে মাস্কের সঙ্গে ব্রিনের সম্পর্কে ফাটল ধরেছে। আর্থিক উপদেষ্টারা ব্রিনকে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তার বিভিন্ন ব্যবসায় করা তার বিনিয়োগ বিক্রি করার নির্দেশ দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।