টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক সম্প্রতি ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নিয়েছেন। এমনকি টুইটারে অর্থ উপার্জনের নতুন পথও খুঁজে বেড়াচ্ছেন।

শুক্রবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মাস্ক টুইটারের শীর্ষ কর্মকর্তা ও বোর্ড সদস্যদের বেতন কেটে প্রতিষ্ঠানের খরচ কমাবেন এবং টুইটার থেকে অর্থ আয়ের নতুন উপায় বের করবে

আরো পড়ুন: পৃথিবীর দীর্ঘ কাঁচের সেতু চালু করেছে ভিয়েতনাম

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ১০

টুইটারের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। মাস্ক টুইটারের পরিচালনা পরিষদের সদস্যদের বেতন কমানোর বিষয়ে টুইট করেন এবং দাবি করেন, এতে ৩ মিলিয়ন ডলার খরচ বাঁচবে।

তিনি মনে করেন, টুইটারের মুনাফার হার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও পিনটারেস্টের তুলনায় বেশ কম। তার যুক্তি—টুইটারের খরচ কমিয়ে একে আরও উপযোগী করা সম্ভব। গত ১৪ এপ্রিল টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর ব্যাংকগুলোকে নানান প্রতিশ্রুতি দেন মাস্ক।

ইলন মাস্ক ব্যাংকগুলোকে যুক্তি দিয়ে বোঝান, ঋণের অর্থ পরিশোধের জন্য টুইটারের যথেষ্ট পরিমাণ রাজস্ব আয়ের সক্ষমতা আছে। টুইটার কেনার জন্য ইতোমধ্যে তিনি ১৩ বিলিয়ন ডলার ঋণ নিশ্চিত করতে পেরেছেন।