গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সন্তান বিলিয়নিয়ার হলেও তাকে নিয়ে গর্ব করেন না বলে জানালেন ইলন মাস্কের বাবা ইরল মাস্ক।
সোমবার (১ আগস্ট) একটি অস্ট্রেলিয়ান রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এ মনোভাবের কথা জানান ইরল মাস্ক। ৭৬ বছর বয়সী ইরল বলেন, না আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের লম্বা ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি। ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিলেন না। কারণ কোম্পানির কাজ বিষয়ে ইলন সবসময় ভাবেন তিনি নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছেন।
ইলন এমন কাউকে খুঁজে পাননি, যিনি কি না তার জন্য ক্যারিয়ার ত্যাগ করতে পারবেন। উল্লেখ্য, চারজন নারীর সঙ্গে ইলন মাস্কের নয় সন্তান রয়েছে। তবে এখন তিনি কোনো সম্পর্কে নেই। এ প্রসঙ্গে ইরল বলেন, ‘তাকে এমন এক নারীকে খুঁজে নিতে হবে, যিনি তার জন্য নিজের কাজ ছেড়ে দেবেন। আর এটা অতো সহজ নয়।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।