মেটাভার্স অ্যাভাটারের জন্য ‘ভার্চুয়াল পোশাক’ বেচার পরিকল্পনা করেছে ফেইসবুকের মূল কোম্পানি মেটা।

এই ‘ডিজিটাল ক্লোদিং স্টোর’-এ শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের নকশা করা পোশাকও পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। শুক্রবার (১৭ জুন) ইনস্টাগ্রামের এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ভিডিও স্ট্রিম আলাপে উঠে এসেছে মেটা প্রধানের এই অভিনব পরিকল্পনা।

ব্যালেন্সিয়াগা, প্রাডা এবং থম ব্রাউনের মতো শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডের নকশা করা পোশাকের আদলে তৈরি ‘ভার্চুয়াল পোশাক’ বিক্রি করবে মেটার ‘ডিজিটাল ক্লোদিং স্টোর’।

কোম্পানির এক মুখপাত্রের বরাত দিয়েছে রয়টার্স জানিয়েছে, ডিজাইনার পোশাকগুলোর ভার্চুয়াল সংস্করণের দাম হবে দুই ডলার ৯৯ সেন্ট থেকে আট ডলার ৯৯ সেন্টের মধ্যে। দুনিয়ায় ফ্যাশন ব্র্যান্ডগুলোর তৈরি পোশাকের সঙ্গে তুলনা করলে সস্তাই বলতে হবে ভার্চুয়াল পোশাকগুলোকে।

যেমন, উটপাখির চামড়া দিয়ে তৈরি প্রাডার ‘ম্যাটিনি’ ব্যাগগুলোর বাজারদর ১০ হাজার ৭০০ ডলার। জাকারবার্গ আশা করছেন, ডেভেলপাররা বিভিন্ন রকমের ডিজিটাল পোশাক বানিয়ে বিক্রি করতে পারবেন এমন একটি উন্মুক্ত মার্কেটপ্লেসে পরিণত হবে তার ভার্চুয়াল পোশাকের দোকান।