মেটাভার্সে নিজেদের এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে গেইম নির্মাতা ‘ফ্লিকপ্লে’ ও ‘দ্য স্যান্ডবক্স’। সোমবার (১৮ এপ্রিল) এ ঘোষণা দিয়েছে গেইমিং প্রতিষ্ঠান দুটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে জানায়, বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মের ভার্চুয়াল জগতে মানুষের অবাধ বিচরণ এবং তাদের ভার্চুয়াল পোশাক ও অন্যান্য জিনিসপত্র সঙ্গে নেয়া প্রতিষ্ঠান দুটির মেটাভার্স ধারণার মধ্যে রয়েছে।

একে ‘ইনটারোপ্যারাবিলিটি’ বলছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। একাধিক কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক যখন একই তথ্য শেয়ার বা ব্যবহার করতে পারে তখন একে ‘ইনটারোপ্যারাবিলিটি’ বলে।

তবে, এই ধারণা এখনও অনেক বছর দূরের এবং এটি বাস্তবায়নে মেটা, মাইক্রোসফট ও এপিক গেইমস-এর মতো শীর্ষ প্রতিষ্ঠানসহ মেটাভার্স নির্মাতাদের সহযোগিতার প্রয়োজন পড়বে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।