‘আইওএস’ এবং ‘আইপ্যাডওএস’-এ ইউটিউবের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল।

সোমবার (১১ জুলাই) প্রকাশিত গুগলের এক ‘কমিউনিটি পোস্ট’ অনুযায়ী, এই ফিচার শীঘ্রই দেখতে পাবেন ‘আইওএস ১৫’-এর ব্যবহারকারীরা, যদিও সকল ডিভাইসে ফিচারটি ভাগ ভাগ হয়ে আসতে পারে। ইউটিউব প্রিমিয়াম গ্রাহকরা বিশ্বের সেই সব জায়গা থেকে ফিচারটি ব্যবহার করতে পারবেন, যেখানে ‘প্রিমিয়াম’ সেবা চালানোর সুবিধা আছে। পাশাপাশি, ফিচারটির মাধ্যমে যে কোনো ধরনের কনটেন্ট দেখতে পারবেন ব্যবহারকারী।

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য কেবল যুক্তরাষ্ট্রে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা থাকার কথা উল্লেখ করেছে ইউটিউব। যুক্তরাষ্ট্রে ফিচারটির ব্যবহার নিয়ে প্রতিষ্ঠানটি বলছে, আইফোন ও আইপ্যাডে ইউটিউব অ্যাপ চালানো সকলেই ফিচারটি ব্যবহার করতে পারলেও এটি কেবল ‘নন-মিউজিক’ কনটেন্টের ক্ষেত্রে প্রযোজ্য।