ব্রাজিলে ব্যাটারি চার্জার ছাড়া আইফোন বিক্রি বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। সংস্থাটি গ্রাহকদের একটি অসম্পূর্ণ পণ্য সরবরাহ করছে বলেও দাবি দেশটির সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেয়া হয়।

উল্লেখ্য, আইফোন বিক্রির ক্ষেত্রে অ্যাপল একাধিক সামগ্রী কমিয়ে দিচ্ছে বলে কয়েক বছর ধরেই গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আসছিল। বিশেষ করে আইফোনের সঙ্গে চার্জিং অ্যাডাপ্টার না থাকায় বড় সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। আইফোন ১২ সিরিজ থেকেই ফোনের সঙ্গে চার্জার বক্স বিতরণ বন্ধ করে দেয় অ্যাপল।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি প্রতিষ্ঠানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ব্রাজিল সরকার। ব্রাজিল সরকারের দাবি, সংস্থাটি গ্রাহকদের একটি অসম্পূর্ণ পণ্য সরবরাহ করছে। অ্যাপলের কর্তৃপক্ষের দাবি, পরিবেশ দূষণ কমানোর জন্য এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে এই যুক্তি প্রত্যাখ্যান করেছে ব্রাজিল।