গত বছর উইন্ডোজ ১১-এর জন্য ফটোজ অ্যাপের ডিজাইনে পরিবর্তন আনলেও বর্তমানে আরও উন্নত ডিজাইনের, বিভিন্ন ফিচারযুক্ত নতুন একটি ভার্সন নিয়ে কাজ করছে মাইক্রোসফট।
দ্য ভার্জ-এর এক প্রতিবেদনে জানানো হয়, নতুন পরিবর্তনে মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো গ্যালারি ভিউয়ের পরিবর্তন, যেটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিন্ন উপায়ে ছবি ব্রাউজ করতে পারবেন। এক ব্লগপোস্টে মাইক্রোসফটের ডেভ গ্রোচোকি বলেন, ব্রাউজিং, ছবি খুঁজে পাওয়া, পরিচালনা ও ব্যবহারকে আরো সহজ করতে ভিউয়ে পরিবর্তন আনা হয়েছে। নতুন অ্যাপটি মেমোরিজ ফিচারেও বেশকিছু পরিবর্তন আনবে।
তবে পোস্টে পরিবর্তন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এছাড়াও এটিতে লিগেসি অ্যাপের ভিডিও এডিটর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে ভিডিও কাটতে হলে ক্লিপচ্যাম্প ব্যবহারের পরামর্শ দিয়েছেন গ্রোচোকি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।