![একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk365-3.jpg)
একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
একসঙ্গে ১৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী বছরের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায়, ১৮ হাজার কর্মী প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির জনশক্তির প্রায় ১৪ শতাংশ। প্রতিষ্ঠানটির ৩৯ বছরের প্রতিযোগিতামূলক সমৃদ্ধ ইতিহাসে এই প্রথম এ ধরনের গণছাঁটাই ঘটতে যাচ্ছে। এ ছাঁটাইয়ের আওতায় পড়ে চাকরি হারাচ্ছেন গত এপ্রিলে মাইক্রোসফটের কেনা নকিয়া হ্যান্ডসেট ইউনিটের সাড়ে ১২ হাজার কর্মী।
প্রতিবছর ৬০ কোটি মার্কিন ডলার ব্যয় সংকোচনের লক্ষ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে মাত্র ৬ হাজার কর্মীকে ছাঁটাই করার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত আরও বৃহৎ পরিসরে সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলেছে মাইক্রোসফট। সংবাদ মাধ্যমগুলো জানায, বিশ্বব্যাপী সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির ১ লাখ ২৭ হাজার কর্মী রয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, তার প্রতিষ্ঠান সফটওয়্যার নির্মাণ থেকে মনোযোগ সরিয়ে অনলাইন সার্ভিস, অ্যাপ্লিকেশন ও ডিভাইস নির্মাণের দিকে বেশি নজর দিচ্ছে। কর্মীদের প্রতি গণছাঁটাই সংক্রান্ত ঘোষণা পত্রে নাদেলা লেখেন, পরিবর্তনের জন্য গৃহীত এ সিদ্ধান্ত অনেক কঠিন হলেও প্রয়োজনীয় ছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।