![চাঁদে রকেট পাঠানোর নতুন তারিখ ঘোষণা নাসার](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/dkk598-27.jpg)
চাঁদে রকেট পাঠানোর নতুন তারিখ ঘোষণা নাসার
চাঁদে রকেট পাঠানোর নতুন তারিখ ঘোষণা নাসার
কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে স্থগিত হওয়া চন্দ্রাভিযানে রকেট উৎক্ষেপণের নতুন তারিখ ঘোষণা করেছে নাসা।
বুধবার (৩১ আগস্ট) নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, আর্টেমিস প্রকল্পের আওতায় সেই চন্দ্রাভিযানে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিট থেকে পরবর্তী ২ ঘণ্টার মধ্যে রকেটটির উৎক্ষেপণের প্রচেষ্টা চালানো হবে।
এর আগে, সোমবার (২৯ আগস্ট) রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মানুষকে চাঁদে ফিরিয়ে নিয়ে যাওয়া বিষয়ক প্রকল্প আর্টেমিসের স্পেস লঞ্চ সিস্টেমের (এসএলএস) উৎক্ষেপণ। তখন বিবিসি জানায়, উৎক্ষেপণের নির্ধারিত সময়ের মাত্র কয়েক মিনিট আগে স্থগিত করা হয়েছিল রকেট উৎক্ষেপণ।
নাসার মহাকাশযান উৎক্ষেপণ বিভাগের নির্বাহী পরিচালক চার্লি ব্ল্যাকওয়েল বিবিসিকে বলেন, ‘উৎক্ষেপণের দুই ঘণ্টা আগে রকেটের ইঞ্জিন থেকে জ্বালানি নিঃসরণের এই সমস্যা ধরা পড়ে। ইঞ্জিনিয়ারা এই ত্রুটি সারাতে কাজ শুরু করেছেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।