![হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই মিলবে পুরোনো চ্যাট](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dkk487-60.jpg)
হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই মিলবে পুরোনো চ্যাট
হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই মিলবে পুরোনো চ্যাট
এক ক্লিকে তারিখ ধরে চ্যাট সার্চ করার ফিচার আনতে চলেছে সোশ্যাল ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। যদিও এই ফিচার নিয়ে দুই বছর আগে কাজ শুরু করেও থামিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মটি।
তবে ফের নতুন করে এই ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে তারা। ধারণা করা হচ্ছে খুব শিগগির ফিচারটি ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। সম্প্রতি এক রিপোর্টে জানা যায়, এই ফিচার কাজে আসবে কোনো চ্যাটে প্রথম কী কথা হয়েছিল তা খুঁজে পেতে।
এর জন্য সার্চ বারে একটা ক্যালেন্ডার আইকন জুড়ে দেয়া হবে, সেটায় ক্লিক করলেই কাজ হয়ে যাবে। যদিও শুরুতে আইফোন ব্যবহারকারীরাই শুধু এই সুবিধাটি পাবেন। তবে খুব শিগগির বিটা টেস্টারদের নিয়ে ট্রায়ালও দেয়া হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।