বাজারে নিয়ে এলো আপো’র নতুন স্মার্টফোন। ফোনটির মডেল অপো এ৫৭ই। এতে ফ্ল্যাশ চার্জিং, ডুয়েল স্টেরিও স্পিকার ও ৮জিবি পর্যন্ত র্যাম রয়েছে।
জানা গেছে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার ফোনটির বাজার মূল্য হবে ১৪ হাজার রূপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার টাকা। অপো এ৫৭ই ফোনে আরও রয়েছে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল।
মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি৩৫ অক্টাকোর চিপসেটের ব্যবহার থাকবে ফোনটিতে। ফোনটিতে থাকবে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে গুগলের অ্যান্ড্রয়েড ১২। ৫০০০ এমএএইচ ব্যাটারির অপোর নতুন এই ফোনে থাকবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। যা ফোনকে ৩০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।