সব মোবাইলের ব্যাটারিই চার্জ দিতে হয়। বর্তমান সময়ে এটি মানুষের প্রতিদিনের কাজের একটি অংশ হয়ে গেছে। তবে এক্ষেত্রে বেশির ভাগ মোবাইল ব্যবহারকারী যথাযথ সাবধানতা অবলম্বন করেন না।
ফলে প্রায়ই দেখা যায় মোবাইলের ব্যাটারিতে সমস্যা, চার্জ বেশিক্ষণ থাকছে না। স্মার্টফোনের ক্ষেত্রে চার্জের সমস্যা আরও বেশি। অনেকেই আক্ষেপ করেন, তাদের ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। ঘনঘন ফোন চার্জে দিতে হয়। তাই জানা জরুরি ঠিক কোন কোন কারণে স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ থাকেনা। এতে করে চার্জ নিয়ে সতর্ক থাকতে পারবেন যে কেউ।
ফোনের বয়স যদি অনেকদিন হয়, অর্থাৎ ফোন যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় তাহলে ফোনের ব্যাটারি দুর্বল হতে পারে।
যদি ফোনের স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা সবসময় খুব বেশি থাকলে তাহলে দ্রুত ব্যাটারির চার্জ কমে যেতে পারে। তাই ব্রাইটনেস কম রাখার চেষ্টা করুন।
ফোনে প্রচুর অ্যাপ ইনস্টল করা থাকলে ফোন যেমন স্লো হয়ে যায়, তেমনই ব্যাটারিতে বা চার্জেও এর প্রভাব পড়তে পারে। তাই প্রয়োজনীয় অ্যাপ ছাড়া ফোনে একগাদা অ্যাপ ইনস্টল না রাখাই ভাল।
অনেকে ফোনের অটো-লক টাইম বাড়িয়ে রাখেন। এর ফলেও চার্জ কমে যেতে পারে ফোনের ব্যাটারির। তাই অটো-লক টাইম কম রাখুন।
হাই রেজুলিউশনের ওয়ালপেপার ফোনের স্ক্রিনে সেভ করে রাখলেও দ্রুত চার্জ কমতে পারে ফোনের।
ফোনের ব্যাটারি দীর্ঘমেয়াদি করতে হলে তাই সহজ কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত। ফোনে একটানা ভিডিও দেখলে, গান শুনলে, গেম খেললেও ফোনের ব্যাটারির চার্জ কমতে পারে এবং ব্যাটারি দুর্বলও হতে পারে।
ফোনে অতিরিক্ত চার্জ দিলেও ব্যাটারি দুর্বল হয়ে যেতে পারে। অনেকেরই স্বভাব থাকে সারাক্ষণে চার্জে ফোন বসিয়ে রাখা। এভাবেও ফোনের ব্যাটারি দুর্বল হয়ে যায়।
সঠিক চার্জার ব্যবহার না করলেও ফোনের চার্জে সমস্যা হতে পারে। যে কোম্পানির ফোন তারই চার্জার ব্যবহার করলে ফোনের পক্ষে ভাল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।