বাজার কাঁপাতে শিগগিরই আসছে রয়েল এনফিল্ডের নতুন বাইক। এবার এ বাইকের নতুন মডেল লঞ্চের তোড়জোড় শুরু করল রয়েল এনফিল্ড।
জানা গেছে, হান্টার ৩৫০ লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাইয়ের সংস্থাটি। সব ঠিক থাকলে চলতি বছর অগাস্টে এ বাইক লঞ্চ হতে পারে। এ পরিস্থিতিতে এন্ট্রি লেভেল সেগমেন্টে জমি শক্ত করতে বুলেট ৩৫০ এর নতুন মডেল ভারতের বাজারে আনতে চলেছে রয়েলে এনফিল্ড।
হান্টার ৩৫০ ছাড়াও ৪৫০ সিসি ইঞ্জিনের হিমালয়ান ও ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন ক্রুজার মোটরসাইকেল ভারতে লঞ্চের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। একই সঙ্গে নতুন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এর পরীক্ষা শুরু করলো রয়েল এনফিল্ড। পরীক্ষার সময় রাস্তায় দেখা গিয়েছিল এই বাইক।
সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হতেই ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে।আসন্ন রয়েল এনফিল্ড বুলেট ৩৫০-কে সম্প্রতি পরীক্ষার সময় রাস্তায় দেখা গিয়েছে। এই মডেলে বৃত্তাকার হেডল্যাম্পের সঙ্গেই বৃত্তাকার ক্লাসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকতে চলেছে। হ্যান্ডেলবারেও থাকছে রেট্রো লুক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।