ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি হয়েছে রাশিয়ার। পশ্চিমাদের একের পর এক অবরোধের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ২০২৪ সালের পর নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
তবে গবেষণা চালিয়ে যেতে নিজস্ব মহাকাশ স্টেশন বানাবে আয়তনে বিশ্বের সবচেয়ে বড় এ দেশ। মঙ্গলবার (২৬ জুলাই) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠক শেষে এসব কথা জানান রুশ মহাকাশ সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয় হয়, বিশ্বের পাঁচটি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ প্রকল্প আইএসএস। ১৯৯৮ সাল থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তখন থেকে হাজার হাজার বৈজ্ঞানিক গবেষণা চালাতে ব্যবহার করা হয়েছে এ মহাকাশ স্টেশন। ১৯৯৮ সাল থেকেই যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ অন্যান্য অংশীদার দেশ সফলভাবে আইএসএসে কাজ করছে।
এটির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। তবে বাকি অংশীদারদের সম্মতির ভিত্তিতে আরও ছয় বছর আইএসএসের মেয়াদ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেন ইস্যুতে সম্পর্কের অবনতি হওয়ায় এর আগেও বেশ কয়েকবার আইএসএস থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।