

চলমান অর্থনৈতিক মন্দার কারণে লভ্যাংশ ঘাটতির আশঙ্কায় রয়েছে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। পণ্যের দাম বেড়ে যাওয়া এবং গ্রাহকদের এসব পণ্য কেনার পরিমাণ কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে স্যামসাং।
৩২ শতাংশ পর্যন্ত লভ্যাংশ ঘাটতি হতে পারে বলে ইতোমধ্যে সতর্ক করেছে স্যামসাং। বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসেই কমপক্ষে ৩২ শতাংশ লভ্যাংশ কমার আশঙ্কা করছে স্যামসাং।
এই প্রান্তিকে বিশ্বব্যাপী ৭.৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা হওয়ার পূর্ব অনুমান ছিল দক্ষিণ কোরিয়ার এই প্রতিষ্ঠানটির। আগামী ২৭ অক্টোবর তৃতীয় প্রান্তিকে নিজেদের আয়ের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানাবে স্যামসাং।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।