এবার ব্যবহারীদের কথা ভেবে নতুন ফিচার নিয়ে এলো সামাজিকমাধ্যম স্ন্যাপচ্যাট অ্যাপ। ব্যবহারকারীরা এখন থেকে একই সঙ্গে সামনে–পেছনের ছবি তোলার সুযোগ দিতে ডুয়েল ক্যামেরা–সুবিধা পাবে।
জানা গেছে, এ সুবিধা কাজে লাগিয়ে একই সঙ্গে সামনে–পেছনের ভিডিও করা যাবে। এ জন্য ব্যবহারকারীদের বাড়তি কোনো ঝামেলাও করতে হবে না। স্ন্যাপচ্যাটের নতুন ক্যামেরা আইকনে ক্লিক করলেই স্মার্টফোনের সামনে–পেছনে থাকা ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা যাবে।
নতুন এ সুবিধা চালুর জন্য টুলবারের ডান পাশে নতুন একটি ক্যামেরা আইকন যুক্ত করেছে স্ন্যাপচ্যাট। দুটি ক্যামেরার ছবি দিয়ে তৈরি এ আইকনে ক্লিক করলেই মুঠোফোনের সামনে–পেছনে থাকা ক্যামেরা চালু হবে। ফলে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ছবি বা ভিডিও করতে পারবেন। ছবি বা ভিডিওগুলো স্ন্যাপচ্যাটে বিনিময় করে নিজেদের অবস্থানের ছবি বন্ধুদের আরও ভালোভাবে দেখানো যাবে।
শুরুতেই এই সুবিধা শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা যাবে। আইফোন এক্সআর থেকে পরবর্তী মডেলের আইফোনে এ সুযোগ মিলবে। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে স্ন্যাপচ্যাট।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।