বিশ্বব্যাপী জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের ১ লাখ ২৪ হাজার গোপন নথি ফাঁস হয়েছে। এসব নথি থেকে জানা গেছে, ব্যবসা বিস্তারে ভয়ানক সব প্রতারণার আশ্রয় নিয়েছে উবার।
শোষণ করছে চালকদের। আর এ কাজে সহায়তা করেছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে উবারের ফাঁস হওয়া নথির ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। কিন্তু কীভাবে ফাঁস হলো এই বিপুল নথি? কে সেই ব্যক্তি? জানা গেছে, নথি ফাঁসকারী ব্যক্তির নাম মার্ক ম্যাকগান। ৫২ বছর বয়সী ম্যাকগান পেশায় লবিস্ট। একসময় উবারের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। লবিস্ট হিসেবে উবারের হয়ে কাজ করেছেন ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায়।
এসব অঞ্চলের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে উবারের যোগসাজশ গড়ার যে প্রচেষ্টা, তার নেতৃত্ব দিয়েছেন তিনি। অবশেষে তিনিই ফাঁস করলেন উবারের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য। নথি ফাঁসের কারণ উল্লেখ করে গার্ডিয়ানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মার্ক ম্যাকগান জানান, এই কাজে তাকে অনুপ্রাণিত করেছে তার অনুশোচনাবোধ। তিনি বলেন, ‘আমিই সেই লোক, আমিই সরকারের সঙ্গে কথা বলেছে, এসব (তথ্য ও নথি) সংবাদমাধ্যমকে দিয়েছি। আমিই আবার মানুষকে বলেছি, এই নিয়ম বদলাতে হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।