ফের একটি নতুন স্মার্টওয়াচ বাজারে আনছে নয়েজ। এটি কিছুদিন আগে লঞ্চ হওয়া নয়েজ কালারফিট প্রো ৩ এর আপডেট ভার্সন নয়েজ কালারফিট প্রো ৪।
ভারতীয় বাজারে ব্লুটুথ কলিংসহ অসংখ্য ফিচার নিয়ে হাজির হয়েছে স্মার্টওয়াচটি। এক চার্জে এটি চলবে ৬ দিন। স্মার্টওয়াচটিতে ১.৭২ ইঞ্চি টিএফটি এলসিডি টাচ স্ক্রিন রয়েছে। যার রেজোলিউশন ৩৫৬x৪০০ পিক্সেল এবং ৫০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা রয়েছে। ডিসপ্লের ডানদিকে একটি মাইক্রোফোন থাকছে এবং বাঁপাশে একটি ছোট স্পিকার গ্রিলও দেওয়া হয়েছে। উভয়ই ব্লুটুথ কলিংয়ের জন্য ব্যবহার করা যাবে।
স্মার্টওয়াচটি সর্বক্ষণ ব্যবহারকারীর হৃদস্পন্দন এবং রক্তের অক্সিজেন স্তর শনাক্ত করতে পারবে। এছাড়াও ওয়ার্কআউটের জন্যও এখানে বেশ কয়েকটি ফিচার দেয়া হয়েছে। দিনে কতটুকু হাঁটলেন সেই আপডেটও জানাবে। আবহাওয়ার সংবাদও পাবেন নিয়মিত। স্মার্টফোনের কাজ চালাতে ঘড়িটির স্ক্রিনে ডায়াল প্যাডও থাকছে।
আরও থাকছে স্টপওয়াচ, টাইমার, অ্যালার্ম ও ফ্ল্যাশলাইট। স্মার্টওয়াচটির ওজন মাত্র ২৪.১ গ্রাম। অপটিক্যাল সেন্সর এবং চৌম্বকীয় চার্জারেও চার্জ দেয়া যাবে ঘড়িটি। একবার ফুল চার্জ করলে ৬ দিন পর্যন্ত চলতে পারবে ঘড়িটি। ছয়টি রঙের বিকল্পে পাওয়া যাবে স্মার্টওয়াচটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।