চীনের প্রভাবশালী ভিডিও শেয়ারিং সাইট টিকটকের বিরুদ্ধে নারী বিদ্বেষীদের কন্টেন্ট সাজেস্ট করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক দ্য অবজার্ভারের এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সেখানে বলা হয়, নারীদের বিষয়ে পুরনো ধ্যানধারণার এবং চরমপন্থী মনোভাব প্রকাশ করে এমন ভিডিওই তরুণদের ফিডে বেশি দেখায় টিকটকের অ্যালগরিদম। নারী বিদ্বেষী টিকটকার হিসেবে সম্প্রতি আলোচনায় এসেছেন অ্যান্ড্রু টেট। ভিডিও সাজেশনে সেই অ্যান্ড্রু টেটের ভিডিওই টিকটকের অ্যালগরিদম প্রচার করছে বলে দাবি প্রতিবেদনের।
নারী বিদ্বেষী কনটেন্ট প্রসঙ্গে টিকটকের প্রচারিত অবস্থান আর বাস্তবতার দূরত্ব যাচাই করতে এক পরীক্ষা চালিয়েছিলেন সংবাদকর্মীরা। আরেক ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, কোনো ভিডিওতে লাইক দেয়া না থাকলেও এবং নারী বিদ্বেষী ভাবধারা প্রচার করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে না খুঁজলেও টিকটকের সাজেশনে একর পর এক অ্যান্ড্রু টেটের ভিডিও আসতে শুরু করে। যদিও টিকটক এসব অভিযোগ অস্বীকার করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।