শাস্তি এড়াতে হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার দায় স্বীকার উবারের
শাস্তি এড়াতে ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা চেপে যাওয়ার অভিযোগ আদালতে স্বীকার করেছে রাইড-হেইলিং প্ল্যাটফর্ম উবার। ওই ঘটনায় বেহাত হয়েছিল পাঁচ কোটি ৭০ লাখ চালক ও আরোহীর স্পর্শকাতর তথ্য।
রয়টার্স জানিয়েছে, তথ্য গোপনের অভিযোগে অপরাধী হিসেবে বিচার এবং সম্ভাব্য শাস্তির ঝুঁকি এড়াতেই মার্কিন আইনজীবীদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে উবার। সমঝোতার অংশ হিসেবে কোম্পানিটি সরকারপক্ষের কাছে স্বীকারোক্তি দিয়েছে, ২০১৬ সালের হ্যাকিংয়ের ঘটনা স্থানীয় বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল ট্রেড কমিশন’ (এফটিসি)-কে জানাতে ব্যর্থ হয়েছিল এর কর্মীরা। ওই সময়ে কোম্পানির ডেটা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তদন্ত করছিল সংস্থাটি।
স্যান ফ্রান্সিসকোর আদালতে যুক্তরাষ্ট্রের সরকারপক্ষের আইনজীবী স্টেফানি হাইন্ডস বলেন, হ্যাকিংয়ের ঘটনা প্রকাশের আগে এক বছর সময়ক্ষেপণ করেছে উবার। কোম্পানির নেতৃত্ব বড় পরিবর্তন আসার পর এবং ব্যবসায়ের নৈতিক সততা এবং আইনের প্রতি অনুবর্তিতা নিয়ে নতুন নেতৃত্ব কঠোর হওয়ার পরই উবার হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে এফটিসিকে অবহিত করেছিল বলে জানিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।