চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি ভারতের বাজারে নতুন ফোন উন্মোচন করেছে। ফোনটির মডেল রেডমি কে৫০আই ৫জি।
এবারই প্রথমবার রেডমি ফোনে ভেপার কুলিং প্রযুক্তি ব্যবহার করে শাওমি। ফোনের প্রসেসর ঠাণ্ডা রাখতে সাহায্য করবে এই ফিচার, যা পারফরমেন্সকে আরও ভালো করবে। জানা গেছে, রেডমি কে৫০আই ৫জি ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাউমেনসিটি ৮১০০ প্রসেসর। ৬.৬ ইঞ্চির বড় ডিসপ্লের এই ফোনে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে।
ডিসপ্লেতে থাকছে ১৪৪ গিগাহার্জের রিফ্রেশ রেট, যা ঝকঝকে ছবি দেখতে সাহায্য করবে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ছবির জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।
আরও থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। ভিডিও কলিং ও সেলফি তুলতে ফোনটির সামনের দিকে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন হ্যান্ডসেটটির বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে। এছাড়া ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনও মিলবে। ৫০৮০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এই ফোনে ৬৭ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।