চলতি বছরে (২০২২ সাল) চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো বাজারে আনছে ফ্লাইং ড্রোন ক্যামেরার ফোন। প্রতিষ্ঠানটির দাবি, বাজারে বিদ্যমান সকল ফোন থেকে একেবারেই আলাদা হবে ফোনটি।

কেননা এই ডিভাইসের রিয়ার ক্যামেরা সেটআপ ডিসপ্লের উপরি অংশ থেকে উঠে আসবে। যা উড়ন্ত ড্রোন হিসেবে ফোন থেকে বেরিয়ে ছবি তুলতে সক্ষম হবে। ভিভো তথ্যটি নিশ্চিত করে বলছে, তাদের নতুন এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ফ্লাইং ড্রোন ক্যামেরা থাকবে।

সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, ভিভোর ইউনিক স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৭ প্রটেকশনসহ ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ১৪৪০ বাই ৩২০০ পিক্সেল। এতে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার থাকতে পারে। প্রসেসর হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ ৫জি চিপসেট।

এতে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১২। ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ ভিভোর এই ফোনে ৬৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে।