‘কল লিংকস’ সুবিধা চালু করছে জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আগে থেকেই ভিডিও কলের লিংক পাঠানো যাবে। ফলে আমন্ত্রিত ব্যক্তিরা নির্দিষ্ট সময়ে লিংকে ক্লিক করে সরাসরি ভিডিও কলে অংশ নিতে পারবেন।
আরো পড়ুন: ভারতে ইসলামি সংগঠন পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা
পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত বেড়ে ৬৮
এতে করে ভিডিও কল চালাকালীন অংশ নেয়ার সুযোগ মিলবে। সবকিছু ঠিক থাকলে এ সপ্তাহের মধ্যেই সেবাটি চালু হবে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। জানা গেছে, কল লিংকস সুবিধার পাশাপাশি একসঙ্গে ৩২ জনের সঙ্গে ভিডিও কলের সুযোগও চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে বন্ধু বা পরিচিতদের পাশাপাশি গ্রুপের সদস্যদের সঙ্গে সহজেই ভিডিও কলে কথা বলা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কলস ট্যাবের মধ্যেই কল লিংকস সুবিধা যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কলের আমন্ত্রণ পাঠানোর পাশাপাশি ভিডিও কলে অংশ নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপে এ সুবিধা পাওয়া যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।