বর্তমান সময়ের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। দিন দিন এই প্লাটফর্মে নতুন ফিচার নিয়ে আসছে। এবার শিশুদের সুরক্ষার জন্য বিশেষ এক ফিচার নিয়ে এলো ইউটিউব। চাইলে যে কোনো প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর কন্টেন্ট ব্লক করে দেয়া যাবে। অনেক সময়ই আমরা দেখতে পাই ভিডিও দেখার সময় আমাদের কাছে বেশ কিছু ‘রেস্ট্রিক্টেড কনটেন্ট’ চলে আসে। এগুলো এড়াতেই ইউটিউবের নতুন ফিচার ‘রেস্ট্রিক্টেড মোড’ ।
যেভাবে স্মার্টফোনে ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করবেন
প্রথমে স্মার্টফোন থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করুন।
এবার সেটিংসে গিয়ে জেনারেল সেটিংসের মেন্যুতে যান।
সেখানেই পেয়ে যাবেন ‘রেস্ট্রিক্টেড মোড’ অপশন। সেটিতে ক্লিক করে টগল টার্ন অন করতে হবে। এতে আলাদা করে বিভিন্ন ডিভাইসের জন্য রেস্ট্রিক্টেড মোড অপশন টার্ন অন করার প্রয়োজন পড়বে না। অন্য যে কোনো ডিভাইস থেকে ইউটিউব খুললে আপনা আপনিই রেস্ট্রিক্টেড মোড সক্রিয় হয়ে যাবে।
যেভাবে ডেস্কটপে ‘রেস্ট্রিক্টেড মোড’ অন করবেন
ডেস্কটপ থেকে ইউটিউব ব্রাউজার করুন।
এরপর উপরের ডানদিকে ব্যবহারকারীর প্রোফাইল আইকনে আলতো করে প্রেস করতে হবে।
প্রোফাইল মেন্যুতে গিয়ে ‘রেস্ট্রিক্টেড মোড’ ক্লিক করতে হবে এবং অপশনটিকে অ্যাক্টিভ করার জন্য রেস্ট্রিক্টেড মোডের ট্যাগটিকে চালু করতে হবে।
এর সঙ্গে ওয়েবের জন্য ‘রেস্ট্রিক্টেড মোড’ও সক্রিয় করা হয়ে যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।