বেশিসংখ্যক মানুষকে ফটোশপ ব্যবহারের সুযোগ দিতে বিনা খরচে সফটওয়্যারটির ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে অ্যাডোবি।
বিনামূল্যে ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কানাডায় একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হয়েছে। ফটোশপের ফ্রি ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগের পরিধি ক্রমান্বয়ে আরো বাড়বে।
একই সুবিধা পাবেন বিশ্বের অন্যান্য অংশের ব্যবহারকারীরাও। অ্যাডোবির এক মুখপাত্র বলেন, এতে সফটওয়্যারটির সব এডিটিং টুল ব্যবহার করা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।