ইনস্টাগ্রামের স্টোরিতে এখন থেকে লিংক পোস্ট করা যাবে। মঙ্গলবার ইনস্টাগ্রাম ঘোষণা দেয় বহুল প্রতীক্ষিত এই ফিচারটি অবশেষে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এর আগে কেবলমাত্র ১০ হাজার বা এরচেয়েও বেশি ফলোয়ারধারী এবং ভ্যারিভাইড প্রোফাইলের অধিকারীরাই এই সুবিধাটি ব্যবহার করতে পারতো।
ইনস্টাগ্রামের নতুন আপডেটে আরও কিছু ফিচার যুক্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনস্টাগ্রাম বলেছে, বিভিন্ন স্টিকারে নতুন কালার ভ্যারিয়েশন আনা হয়েছে। ইনস্টাগ্রাম নিশ্চয়তা দিয়েছে যে, যেকোনো ক্ষতিকর ও উস্কানিমূলক পোস্ট ও কন্টেন্ট বন্ধ করতে ইনস্টাগ্রাম সচেষ্ট থাকবে।
এমন সময় ইনস্টাগ্রামের এই ঘোষণা এলো যখন ফেসবুক ও ইনস্টাগ্রামের সাবেক কর্মীর ফাঁস করা তথ্যে বিবৃতকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মার্কিন এই টেক জায়ান্ট। ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন জানিয়েছিলেন, গ্রাহকদের নিরাপত্তার চেয়ে নিজেদের ব্যবসায়িক স্বার্থকে গুরুত্ব দেয় ফেসবুক। এ নিয়ে সিনেটেও সাক্ষ্য দিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।