নিজস্ব প্ল্যাটফর্মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নাৎসি জার্মানির হাতে ইহুদি হত্যাযজ্ঞ বা হলোকাস্ট অস্বীকারকারীদের মোকাবেলায় নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক।
হলোকাস্ট অস্বীকারকারীদের মোকাবেলায় ইউনেস্কো এবং ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেস (ডব্লিউজেসি’র) সঙ্গে জোট বেঁধেছে ক্ষুদ্র ভিডিও তৈরি ও শেয়ারের প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের কেউ এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো খুঁজলেই তাদের নিয়ে যাওয়া হবে সঠিক তথ্যসূত্রের কাছে। ইউনেস্কোর তথ্য অনুযায়ী,
ভিডিও শেয়ারিং অ্যাপটিতে হলোকাস্ট প্রসঙ্গে যতো কনটেন্ট রয়েছে তার অন্তত ১৭ ভাগ ঐতিহাসিক ঘটনাগুলোকে পুরোপুরি অস্বীকার করে অথবা ওই ঘটনাগুলোর ভুল ও মিথ্যা ব্যাখ্যা দেয়। কিন্তু, এমন “বিদ্বেষপূর্ণ” কনটেন্ট মোকাবেলায় সর্বশক্তি প্রয়োগের কথা বলছে টিকটক।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।