পানি থেকেই প্রাণের উৎস এটি বিজ্ঞানের জগতে প্রমাণিত। এবার পৃথিবীতে পানির উৎস খুঁজে পাওয়ার দাবি করছেন বিজ্ঞানীরা। আর তাই বিজ্ঞানীদের ধারণা, তারা হয়তো পৃথিবীতে প্রাণের উৎস খুঁজে পেয়েছেন।
কয়েক দশক ধরে বিজ্ঞানীদের নিকট এটিই প্রতিষ্ঠিত ছিলো, পৃথিবীতে পানি এসেছে সি-টাইপ গ্রহাণুগুলোর সংঘর্ষে থেকে অথবা সম্ভবত চাঁদের সাথে পৃথিবীর এক মহা বিস্ফোরণের কারণে, যা চাঁদের আকার-আকৃতিকেও বদলে দেয়।
তবে চাঁদের পাথর পরীক্ষা করে বিজ্ঞানীরা ভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। সোমবার (৭ মার্চ) ন্যাশনাল একাডেমি অফ সাইন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, পৃথিবীতে পানির এত প্রাচুর্য হয় আগে থেকেই এখানে ছিলো অথবা পানির মতোই এক প্রকার জলীয় পদার্থ থেকে এসেছে। পৃথিবীতে প্রাণের উৎস ও আমাদের পৃথিবীর ইতিহাস মূল্যায়নের জন্য এটি একটি বিশাল পদক্ষেপ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।