এবার হুয়াওয়ে নিয়ে এলো একটি পকেট ফোল্ডেবল স্মার্টফোন, যার নাম হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোন (Huawei P50 Pocket Foldable Phone)। এই লেটেস্ট হুয়াওয়ে পি৫০ পকেট ফোল্ডেবল ফোনে রয়েথে মাল্টি-ডাইমেনশনাল হিঞ্জ ডিজাইন, যা ক্রিজিং বাদ দিয়েই আনফোল্ড করতে পারে। গুরুত্বপূর্ণ ফিচার্সের মধ্যে এই ফোল্ডেবল ফোনে রয়েছে,
একটি ৬.৯ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০Hz এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০Hz। এই মেন ডিসপ্লে আসলে ফুল HD এবং তার রেজোলিউশন ২৭৯০X১১৮৮ পিক্সেলস। ক্রিস্টাল হোয়াইট এবং অবসিডিয়ান ব্ল্যাক – এই দুই কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আপাতত চীনের মার্কেটে নিয়ে আসা হয়েছে ফোনটি। এই লেটেস্ট পকেট ফোল্ডেবল স্মার্টফোনের ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ মডেলের দাম বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।
ফোনটির প্রিমিয়াম মডেল অর্থাৎ ১২জিবি র্যাম ও ৫১২জিবি স্টোরেজ মডেলের দাম ১ লাখ ৪৮ হাজার টাকা। আন্তর্জাতিক বাজারে এই ফোন কবে নাগাদ লঞ্চ হবে এবং তার দাম কী হবে, তা এখনও জানায়নি হুয়াওয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।