হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ– ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বাজার সংলগ্ন ঘরের ডালা ভাঙ্গা, পশ্চিম পাশের বেড়া নেই, জানলা দরজা পুরনো কাপড় দিয়ে মুড়ানো আবর্জনা স্তুপের জরাজীর্ণ ঘরে বাস করে কৃষ্ণা দত্ত।
হাজার হাজার ভূমি ও গৃহহীন মানুষ জমি ও ঘর পেলেও ষাটোর্ধ বয়সের ভাড়ে নুয়ে পড়া কৃষ্ণা দাত্তের ভাগ্যে জোটেনি নতুন ঘর। প্রচন্ড শীত ও ঝড়ের মধ্যে ঝুকি নিয়ে জরাজীর্ণ ভাঙ্গা ঘরে জীবন যাপন করছে।২৫ বছর আগে একটি কন্যা সন্তান ফেলে স্বামী চলে যান। সন্তান ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে অসহায় হয়ে পড়ে কৃষ্ণা।
স্থানীয় বাসিন্দা হাফিজুল বলেন, কৃষ্ণা দিদির জীবন চিত্র সেই জসিমউদ্দীনের আসমানী কবিতা হার মানাবে, দিদি খুব কষ্টে জীবন যাপন করে।
ভূমি ও গৃহহীন কৃষ্ণা দত্ত বলেন, প্রতিদিন ৫০-৬০ টাকার ঔষধ খেতে হয়, সারাদিন বিছানায় পড়ে থাকি, দুশ্চিন্তা কুড়ে কুড়ে খায়। শীতের মধ্যে পুরোনো কাপড় দিয়ে দরজা জানালা ঘিরে রাখি।
তিনি আরো বলেন, আমার খোঁজ -খবর কেউ নেয় না পুরোনো ঘরের টিন মরিচা ধরে খসে পড়েছে, পশ্চিম পাশের বেড়া নেই, যখন তখন কুকুর বিড়াল ঢুকে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানাই, তিনি যেন আমাকে থাকার ব্যবস্থা করে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।