
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে যোগদানের এক মাসের মাথায় মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে বদলি করেছে সরকার এবং নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. শাহাদাত হোসেন মাসুদকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর-২০২৫ তারিখ বহুল প্রচারিত প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকায় ডিসি সোলায়মান এর আওয়ামী লীগ সরকারের আমলে সম্পৃক্ততার বিস্তারিত প্রকাশ হয়।
তারপর থেকেই জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিষয়টি আলোচনায় উঠে আসে।
অতঃপর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
জানা যায়, শাহাদাত হোসেন মাসুদ বর্তমানে অর্থ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত আছেন।
এর আগে ১৫ অক্টোবর মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।
উল্লেখ্য, মোহাম্মদ সোলায়মান সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দপ্তরের উপপরিচালক ও বিদ্যুৎ বিভাগের উপসচিব ছিলেন।
জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়া কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চাপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়া মোহাম্মদ সোলায়মান আওয়ামী সরকারের আস্থাভাজন ছিলেন।
চাকরি জীবনের শুরুতেই সহকারী কমিশনার থাকা অবস্থায় তাকে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব হিসেবে পদায়ন করে আওয়ামী লীগ সরকার। পরে সিনিয়র সহকারী সচিব হিসেবে ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
এরপর মাত্র ৬ মাস মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে চলে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক হিসেবে। সেখান থেকে বঙ্গবন্ধু ফেলোশিপের নামে প্রায় তিন কোটি টাকার সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ায় যান। সেখান থেকে ফিরে যোগ দান করেন শিল্প মন্ত্রণালয়ে।
২০২৪ সালে পদায়ন নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক হিসেবে। অর্ন্তবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর আওয়ামী সুবিধাভোগী এই কর্মকর্তাকে রাজউক থেকে সরিয়ে সরকারি কর্মচারী হাসপাতালের একটি প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়। মাত্র আড়াই মাস দায়িত্বপালন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটকে ম্যানেজ করে বিদ্যুৎ বিভাগে পদায়ন নেন।
অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার অতি নিকটজন হওয়ায় আওয়ামী সরকারের আমলে যথাসময়ে পদোন্নতি পেতে ও ভালো ভালো পোস্টিং পেতে তার কোন সমস্যা হয়নি। জনমনে প্রশ্ন দানা বাঁধে, জুলাই গণঅভ্যুত্থানের এতদিন পরে আওয়ামী সরকারের তদবিরবাজ এ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়কে কিভাবে ম্যানেজ করে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছিলেন।
গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় চাঁপাইনবাবগঞ্জ, জেলায় মোহাম্মদ সোলায়মানকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে। বিতর্কিত ও আওয়ামী পরিবারের কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়িত করে জনপ্রশাসন মন্ত্রণালয় কী উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলো প্রশ্ন সকলের।
জানা যায়, আগে থেকেই তিনি আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তৎসময় চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে বইছে নানা আলোচনা-সমালোচনার ঝড়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ডিসি সোলায়মানকে বদলী করাই স্বস্তি ফিরে আসে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।