রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এতে ঘাট ব্যবহারকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আলিম দাইয়ান বলেন, ‘পণ্যবাহী ট্রাকের একটু চাপ থাকলেও দৌলতদিয়ার ঘাট পরিস্থিতি ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী পরিবহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।