এসএম তাজাম্মুল,মণিরামপুর প্রতিনিধি: অবশেষে যশোরের মণিরামপুরে সহকারি কমিশনার(ভূমি) আলী হাসানের হস্তক্ষেপে দখলদার মুক্ত হলো মণিরামপুর উপজেলার ১৪নং দূর্বাডাংগা ইউনিয়নের বুকচিরে বয়ে যাওয়া শ্রীনদী। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে একালাবাসীর প্রশংসায় পঞ্চমুখ মণিরামপুরের এসিল্যান্ড।
উল্লেখ্য অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় বিলুপ্তির পথে শ্রীনদীটি দীর্ঘকাল যাবত পাশ দিয়ে অবস্থিত জনসাধারণ বিভিন্নভাবে দখল করে আছে। কিছুটা অংশ জলাশয় থাকায় স্থানীয় দরিদ্র এলাকাবাসী যে যার মত মাছ ধরে থাকে। হঠাৎ স্থানীয় শ্যামনগর গ্রামের মৃত নুর আলী গাইনের ছেলে মোঃ শওকত গাইন ও বিপ্রকোনা গ্রামের মৃত রহিম বক্স মোল্লার ছেলে মো: নিছার আলী সহ স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রিমহল শ্রীনদীর উন্মুক্ত জলাশয় জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছিল।
এ ব্যাপারে উক্ত সরকারি ও রাষ্ট্রীয় সম্পদ শ্রীনদীর উন্মুক্ত জলাশয় যাতে জোর দখল পূর্বক মুষ্টিমেয় কিছু লোকের আওতায় না থাকে তার জন্য জোর দাবি জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার(ভূমি) বরাবর একটি অভিযোগ দায়ের করেন স্থানীয় সাংবাদিক আতাউর রহমান।
মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান বিষয়টি আমলে নিয়ে অভিযোগকারী ও দখলদারদের নোটিশ প্রদান করেন। গতকাল (বুধবার) নোটিশের আলোকে দু’পক্ষ ভূমি অফিসে আসলে তাদের নিয়ে সালিশি করে পরবর্তীতে ঐ নদীতে কোন দখলদার আর দখলদারিত্ব করতে পারবেননা বলে জানিয়েদেন সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান।
এ ব্যাপারে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান জানান,সরকারি নদী কেউ দখল করে তাদের স্বার্থ হাছিল করবে এটা মেনে নেওয়া যায় না।আমি ম্যাপ দেখিয়ে শ্রী নদী দকলমুক্ত রাখতে সবাইকে অবহিত করেছি। এরপর যদি দখলদারিত্বের প্রভাব বিস্তার করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবে মণিরামপুর উপজেলা প্রশাসন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।