লা লিগা কমিটির নিয়মের সঙ্গে চুক্তি নবায়ন সাংঘর্ষিক হওয়ায় বার্সেলোনা ছাড়তে হচ্ছে লিওনেল মেসিকে। ছিন্ন হচ্ছে ২১ বছরের বন্ধন। তাকে বরণ করে নিচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি। এর আগে সম্প্রতি ম্যানচেস্টার সিটি ছেড়ে ২ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছেন মেসির স্বদেশি সার্জিও আগুয়েরো।
কিন্তু স্প্যানিশ মিডিয়া বলছে, মেসির বিদায়ের সঙ্গে সঙ্গে নাকি আগুয়েরও বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সবসময় আগুয়েরোর সঙ্গে একই ক্লাবে খেলতে চেয়েছিলেন লিওনেল মেসি। জাতীয় দলে দুজনে একসঙ্গে খেললেও ক্লাব ফুটবলে সেটা হয়ে ওঠেনি। গত ৩১ মে বার্সায় যোগ দেন ৩৩ বছর বয়সি আগুয়েরো। এরপর তিনি বলেছিলেন, ‘বার্সা বিশ্বের সেরা ক্লাব।
আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী আমি দলকে সাহায্য করব। অবশ্যই এটা আমার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। আমি খুব খুশি। আমি আশাবাদী আমি দলকে ট্রফি জিততে সাহায্য করতে পারব। সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল আমি খেলতে চাই, দলকে সাহায্য করতে চাই।
যদি দল সাফল্য পাই তাহলে আমি খুশি হব।’ কোপা আমেরিকা চলাকালীন মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ হয়ে যায়। তখন থেকেই বার্সা আগুয়েরোকে দায়িত্ব দিয়েছিল মেসিকে চুক্তি নবায়নে রাজি করাতে। মেসি রাজিও হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে লা লিগার নিয়মে সেই চুক্তি নবায়ন ভেস্তে যায়। এবার শোনা যাচ্ছে, মেসির বার্সা ছাড়ার খবর পেয়ে নাকি ভেঙে পড়েছেন আগুয়েরো। সূত্রের খবর তখনই বার্সায় নিজের ভবিষ্যত নিয়ে তিনি চিন্তায় পড়ে গেছেন। এরপর থেকেই নাকি আগুয়েরো বার্সা ছাড়ার ব্যাপারে আইনী বিষয়গুলো খতিয়ে দেখছেন