বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার ভোরে উরুগুয়ের মাঠে ফিরতি ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইনরা। ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছিল ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য মেসির আর্জেন্টিনায় ফেরা নিয়ে।
কারণ, হাঁটু ও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তার ক্লাব পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে খেলেননি তিনি। তবে বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মেসি এখন সুস্থ।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘’মেসি সুস্থ হয়ে উঠেছে। সে উরুগুয়ের বিপক্ষে খেলতে রাজি। আমিও তাকে মাঠে দেখতে উন্মুখ হয়ে আছি।’
বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন মেসি। সুতরাং, উরুগুয়ের বিপক্ষে মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেজসহ ৪-৩-৩ ছকে আক্রমণ সাজাবেন স্কলোনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।