স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে ৩-১ গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে এক পা দিয়ে রাখল রিয়াল মাদ্রিদ। বুধবার প্রতিপক্ষের মাঠে ছিল ওয়ান ম্যান শো, যার নায়ক করিম বেনজেমা। তার হ্যাটট্রিকে চমৎকার এই জয় পায় ১৩ বারের চ্যাম্পিয়নরা।

বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত জয়ের নায়ক এখন প্রশংসায় ভাসছেন। তাকে নিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘বেনজেমাকে নিয়ে আলাদা কী বলার আছে? তার নেতৃত্ব। সে এখন আরো বেশি নেতৃত্বের গুণের অধিকারী। প্রতি দিন সে নিজেকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। সে দিনকে দিন আরো ভালো হচ্ছে।’

বেনজেমার সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াস তো প্রশংসা করতে গিয়ে কী বলবেন, বুঝতে পারছিলেন না। উপাধির সাগরে ভাসালেন ফরাসি ফরোয়ার্ডকে, ‘কে নাইন স্পাইডারম্যান, কে নাইন উলভারাইন। কে নাইন আপনার সেরা বন্ধু, কে নাইন আপনার দাদী। কে নাইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কে নাইন ইনস্ট্রাক্টর যে কি না প্যারাশুট নিয়ে ওড়ার সময় সঙ্গে থাকে। কে নাইন আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল। কে নাইন ঈশ্বর।’

বেনজেমার সতীর্থ মিডফিল্ডার লুক মডরিচ বললেন, ‘কে একটা খেলোয়াড়, বেনজেমা।’

 

কলমকথা / সাথী