

এস এম তাজাম্মুল, মণিরামপুরঃ দীর্ঘ ২ যুগ পর আবার মণিরামপুরে বৃহৎ আয়োজনে খেলার মাঠ তার ছন্দ ফিরে পেলো।এ ধারা অব্যহত থাকুক, খেলাধুলা সংক্রান্ত বেপারে আমি সর্বদা পক্ষে থাকব। মণিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংকিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে, এ সমস্ত কথা বলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
মণিরামপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়(পাইলট) মাঠে ১৮ই এপ্রিল অনুষ্ঠিত হয়েছে মণিরামপুর পৌর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর পয়েন্ট ভিত্তিক খেলার মেগা ফাইনাল ম্যাচ।এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মণিরামপুর
কামালপুর ওয়ার্ডের যৌথ টিমের নির্ধারতি ১৫ ওভারে করা ১৭৯ রানের জবাবে রানার্সআপ জুড়ানপুর ১৪২ রানে গুটিয়ে গেলে ৩৭ রানের জয় পেয়ে ২০২৫ এর পৌর ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে মণিরামপুর বনাম কামালপুর যৌথ টিম।
চ্যাম্পিয়ন টিম সহ সকল টিমের টুর্নামেন্ট যাচায়ে মোট ৩১টি ক্যাটাগরিতে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচারিত হয় জনপ্রিয় অনলাইন মাই মণিরামপুর নিউজ ও মণিরামপুর স্পোর্টসে যার মিডিয়া পার্টনার হিসাবে ছিলো মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের সদস্য জাহিদ হাসান টোকনের সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী, টুর্নামেন্টের উদ্বোধক তুহিন হাসান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ।
খেলার উপযোগী মাট সংকট ও পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের মাট সংস্কারে অভাবে দিন গেলেই খেলাধুলা কমে যাচ্ছে। যদি মণিরামপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা হয় এর চেয়ে আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব বলে দাবী জানান, মণিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজক সদস্যরা।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।