রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর: রংপুরে গংগাচড়া উপজেলা শেখ রাসেল স্টেডিয়াম মাঠে খেলায়ার দের নেট প্রাকটিসের জন্য ক্রিকেট পিচের নিমার্ণ কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্জ রুহুল আমীন, তিনি বলেন জিয়নের এই উদ্যোগ গংগাচড়ার সন্তানদের জন্য খুব ভালো। এতে করে ছোট ছোট বয়সের ছেলে মেয়েরা খারাপ দিক গুলো বর্জন করে ভালো পথে চলে আসবে। তিনি আরো বলেন গংগাচড়া উপজেলা মাঠে খেলোয়াড়দের নেট প্রাকটিসের জন্য যে ক্রিকেট পিচের নির্মাণকাজের শুরু হয়েছে।এর মাধ্যমে গংগাচড়ার ক্রিকেট খেলোয়াড়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এর আগে এরকম উদ্যোগ নেওয়া হয়নি। যেহেতু জিয়ন নিয়েছে এখানে সকল ধরনের সহযোগিতা আমার থাকবে।
এসময় উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড ও গংগাচড়া স্পোর্টস একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর কে এম রিদওয়ানুল বারী জিয়ন। তিনি বলেন, আশা করি আগামীতে গংগাচড়া থেকে আগামীতে পেশাদার ক্রিকেটার পাবো। যা গংগাচড়ায় ইতিহাসে হয়নি। তা স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহ সহায় থাকলে এবছরে আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। আমরা আমাদের গংগাচড়াকে মডেল উপজেলা হিসেবে দেখব ইনশাআল্লাহ ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।