বুধবার বেলা গড়াতেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সমবেত হতে থাকেন ক্রিকেটপ্রেমীরা। উদ্দেশ্য প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে  শেষ বিদায় জানানো। ৫০ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে চোখের জলে শ্রদ্ধা জানানো হলো তাকে।

থাইল্যান্ডে বেড়াতে গিয়ে গত ৪ মার্চ ‍হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওয়ার্ন। তার আকস্মিক মৃত্যু ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেয়। সপ্তাহ খানেক আগে পারিবারিকভাবে তার শেষকৃত্য হলেও রাষ্ট্রীয়ভাবে তাকে শ্রদ্ধা জানানো হলো তার অগুণতি কীর্তির স্বাক্ষী মেলবোর্নের এই মাঠে।

 

বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি ওয়ার্নের মেয়ে ব্রুক। এই শেষকৃত্যে তার চোখ ছিল ছলছল। ওয়ার্নের ২৪ বছর বয়সী মেয়েকে সঙ্গ দেন তার বোন সামার ও ভাই জ্যাকসন। তিন ভাই-বোন মিলে শোক জানাতে আসা দর্শকদের স্বাগত জানান।

আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে ওয়ার্নের বাবা কেইথ শোক বক্তব্য রাখেন। ‘ভালোবাসার সন্তানকে’ হারানোর শোকে কাতর তিনি এবং সাবেক সতীর্থরাও তাকে স্মরণ করতে গিয়ে আপ্লুত ছিলেন।

কেইথ বলেছেন, ‘শেন নিজেকে বলতো, ‘আমি ধুমপান করি, মদ্যপান করি এবং আমি ক্রিকেট খেলতাম অল্প।’ বন্ধু, তোমার মা ও আমি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না। তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে এবং আমাদের হৃদয় ভেঙে গেছে। আমাদের জন্য তুমি যা করেছিল তার সবকিছুর জন্য ধন্যবাদ।’

 

ক্রিকেট লিজেন্ড ডন ব্র্যাডম্যানের নাতনি গ্রেটা ব্র্যাডম্যান সন্ধ্যায় অনুষ্ঠিত এই শেষকৃত্যে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গান। ওয়ার্নের সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে এই স্পিনারের আগমনে তার ক্যারিয়ার আরো লম্বা হয়েছিল। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষ দিকে আমার অধিনায়কত্বকে পুনরুজ্জীবিত করেছিল সে। শেনের সঙ্গে দুই বছর কাটিয়ে আমি ছিলাম ভাগ্যবান। এজন্য তাকে ধন্যবাদ।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন মনে করিয়ে দিলেন, ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ওয়ার্ন তাকে কতটা যন্ত্রণা দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বলেছেন, ‘এই খেলায় খেলে যাওয়া সর্বকালের সেরা ক্রিকেটার সে। অবিশ্বাস্য একজন ক্রিকেটার এবং দারুণ ব্যক্তি। আমি তাকে বিভিন্ন কারণে স্লেজ করতাম এবং তাকে এমন কিছু বলেছিলাম যে ‘অধিনায়ক হিসেবে তোমার শেষ ম্যাচ উপভোগ করে ভালো লাগল।’ ক্রিকেট মাঠে তোমার সঙ্গে থাকা দারুণ পাওয়া, তুমি ছিলে আমার দেখা সেরা বোলার।’

 

আগত অতিথিদের মধ্যে ছিলেন ব্রায়ান লারাও। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট বলেন, ‘আমার জানা সেরা অস্ট্রেলিয়ান হলো ওয়ার্ন।’ ওয়ার্নের বিশ্বস্ততার প্রশংসা করে সাবেক অস্ট্রেলিয়ান তারকা মার্ভ হিউজেস বলেছেন, ‘খুব বিশ্বস্ত বন্ধু এবং কিকেট মাঠেও সে ছিল দারুণ। সে যদি বলে যে কিছু করবে, সেটা সে করেই ছাড়তো।’

অস্ট্রেলিয়ার সোনালি যুগে ওয়ার্নের সঙ্গে খেলা ব্রেট লি বলেছেন, তার মতো আর কখনো কেউ আসবে না।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের গত ৪০ বছরের সেরা খেলোয়াড় গ্লেন ম্যাকগ্রা, মাইকেল ক্লার্ক ও মার্ক টেলরও ছিলেন এই শেষকৃত্যে। সবার হৃদয়ে ছিল বন্ধু হারানোর যন্ত্রণা। আর একটাই প্রার্থনা- ওপাড়ে গিয়ে ভালো থাকুক ওয়ার্ন।