• জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

 

মো:রফিকুল ইসলাম,নড়াইল প্রতিনিধিঃ

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জঁয় নিশ্চিত করেন,নড়াইল পুলিশ ফুটবল একাদশ।
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেনন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
সুস্থ্য দেহ সুন্দর মন,ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল।
(১৬ নভেম্বর) সোমবার বিকাল ৩,৩০ ঘটিকার সময় নড়াইল মিনি স্টেডিয়াম কুড়ির ডোব মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল গ্রাম যুব সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন, নড়াইল জেলা পুলিশ ফুটবল একাদশ ও নড়াইল লোহাগড়া ফুটবল একাদশ।
খেলাটিতে নির্ধারিত সময়ে নড়াইল পুলিশ ফুটবল একাদশ লোহাগাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলেন,নড়াইল পুলিশ ফুটবল একাদশ।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম (অপরাধ ও প্রশাসন) অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল)নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও ফুটবল প্রেমী দর্শকবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।