• পুটিঁবনিয়া জামতলী জুনিয়র ফুটবল টুর্নামেন্ট পশ্চিম পালংখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন।

নুরুল বশর কক্সবাজার 

উখিয়া উপজেলার পালংখালী পুটিঁবনিয়া জামতলী জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান ট্রপি জিতে নিলেন পশ্চিম পালংখালী ফুটবল একাদশ।

খেলার নির্ধারিত সময় গোল শূণ্য ভাবে শেষ হয়। পরে টাইব্রেকারে ২-৩ গোলে উলু বনিয়া মাওয়া ফুটবল একাদশকে পরাজিত করে পশ্চিম পালংখালী ফুটবল একাদশ।

সোমবার (১৬ নভেম্বর ) বিকেল ৪ টায় উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন খেলার আয়োজক, পালংখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহাম্মদ সাবেক সভাপতি কক্সবাজার জেলা ছাত্রলীগ, আকতার উদ্দিন টুনু উখিয়া উপজেলা কৃষকলীগ, আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক কক্সবাজার জেলা ছাত্রলীগ, এম এ মালেক আলোকিত সমাজ থাইংখালী, ফয়েজুল ইসলাম সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক পালংখালী ইউনিয়ন শাখা, আবদুর রহিম সভাপতি পালংখালী ইউনিয়ন কৃষক লীগ, রেজাউল করিম ছোট্ট পালংখালী ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহ্বায়ক, সাইফুল ইসলাম সাবেক সভাপতি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ, জুনায়েদ আহমেদ সভাপতি পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ, নুরুল আমিন মেম্বার, আবদুল শুক্কুর মেম্বার, সুলতান আহমদ মেম্বার, ফরিদ আলম, পালংখালী পরিষদের দফাদার রশিদ,রাসেল উদ্দিন যুবলীগ নেতা,

 

খেলা পরিচালনা করেন আহমেদ শফি, সহকারি হিসেবে ছিলেন রুস্তম আলী সৈকত ও জয়নাল আবেদিন, শাহাবুদ্দিন।

এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী কে ক্রেষ্ট প্রধান করা হয়েছে। জাহাঙ্গীর কবির চৌধুরী বিজয় দলের জন্য নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন বিশেষ অতিথিদের ও ক্রেষ্ট প্রধান করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দল চ্যাম্পিয়ন এবং রানাস আপ ট্রফি তুলে দেন অতিথিরা৷