বাঘা(রাডশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু প্রাইজ মানি কাপ অনুর্ধ্ব সেপ্টেম্বর )৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১০ সেপ্টেম্বর ) বিকেল সাড়ে চারটায় বাঘা উপজেলার কালিদাস খালী উচ্চবিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করেন সাবেক বাঘা পৌর সভার মেয়র আক্কাছ আলী।
পাকুড়িয়া ও কলিগ্রাম যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাঘা পৌরভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাব হোসেন,৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম টগর,সাবেক কাউন্সিলর জুবান মালিথা,সাবেক ইউপি সদস্য সামাদ আলী,সেলিম,আকুল,সজল,সুলতানসহ শত শত ফুটবল প্রেমী।
উল্লেখ্য উদ্বোধনী দিনে যে দুটি দল অংশ গ্রহন করেন।তারা হলো,জোতনশী রয়েল ক্লাব ও পূর্ব আড়পাড়া (বিদ্রোহ-২২)।খেলা পরিচালনা করেন,সাহাবুল ইসলাম ইমন।
উক্ত টুর্নামেন্টে ৮টি দল গ্রহণ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।