গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা হলেও প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই খেলা প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে এই সময়ে চোখেই পড়ে না, পুরনো ঐতিহ্য টিকিয়ে রাখতে যশোরের মণিরামপুর থানার ১৪নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা গ্রামের যুব সমাজের আয়োজনে হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৪ এর আয়োজন করা হয়।

২৯শে অক্টোবর মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আট দলীয় হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। যার প্রথম পুরস্কার ছিল একটি ফোন এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি ফ্যান, আটদলীয় হাডুডু খেলার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন দত্তকোণা একাদশ বনাম বিপ্রকোনা একাদশ।

ফাইনালে রাউন্ডে দত্তকোণাকে পরাজিত করে বিপ্রকোণা চ্যাম্পিয়ন হন। এদের মধ্যে বিজয়ী দলকে ফোন এবং রানার্সআপ দলকে ফ্যান পুরস্কার তুলে দেন আমন্ত্রিত প্রধান অতিথি। পুরো টুর্নামেন্টের পরিচালনার দায়িত্ব পালন করেন আসাদুল জামান আসাদ।

এ সময়ে দেখা যাই মাঠে খেলা শুরু হওয়ার আগেই স্থানীয় নারী পুরুষ ও শিশু কিশোর খেলা দেখার জন্য অধীর আগ্রহে মাঠে হাজির হতে থাকেন।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়নের নয়নের মনি গণমানুষের চেয়ারম্যান জনাব আলতাব হোসেন (আহবায়ক ১৪ নং দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি)। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল,ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

খেলা দেখতে আসা স্থানীয় দর্শক জাহিদ হাসান জানান, অনেক আগে এই এলাকায় হাডুডু খেলা বেশ জনপ্রিয় ছিল। তবে কালের বিবর্তনে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আজ বিলুপ্তির পথে। খেলাটি এলাকায় জনপ্রিয় থাকায় স্থানীয়দের সহযোগীতা ও উদ্যোগে আবার খেলা শুরু হওয়ায় আমি খুবই আনন্দিত ও খেলাটিকে ধরে রাখার জন্য প্রতি বছর এমন টুর্নামেন্টের আয়োজন কামনা করেন খেলা আয়োজক কমিটির প্রতি।